শেষ হলো অষ্টম এশীয় পর্যটন মেলা

Posted on | 2 Comments

ভ্রমণ পিপাসুদের অংশগ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো ৩ দিনের অষ্টম এশীয় পর্যটন মেলা। একই ছাদের নিচে দেশি বিদেশি বিভিন্ন পর্যটন স্থানের বিষয়ে তথ্য সংগ্রহ করার এই সুযোগকে স্বাগত জানিয়েছেন দর্শনার্থীরা। এ ধরনের আয়োজনে বুকিং এর চেয়েও প্রচারণাতেই সন্তুষ্ট মেলায় অংশগ্রহণকারীরা।

সময়ের সাথে সাথে দেশিয় পর্যটন এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে। দেশে বিদেশি পর্যটক যেমন আসছে একই সঙ্গে বিদেশ ভ্রমণেও আগ্রহ বাড়ছে ভ্রমণ পিপাসুদের। তাই কম খরচে দেশে কিংবা বিদেশে ঘুরতে যাওয়ার যাবতীয় তথ্য সংগ্রহে এই ভিড় ৮ম এশীয় পর্যটন মেলায়। সাধ্যের মধ্যে কাঙ্খিত পর্যটন স্থানের ভ্রমণের খরচপাতির পাশাপাশি আনুষাঙ্গিক সব তথ্য পাচ্ছেন একই ছাদের নিচে।

মেলায় ঘুরতে আসা পর্যটকরা বলেন, আগে দেশের বাইরে যেতে হলে এজেন্সিগুলোর কাছে আমাদের যেতে হতো। কিন্তু মেলায় এলে সব এক সাথে পেয়ে যাই। কোথায় কোন দেশে যেতে তেমন খরচ লাগে সবটাই জানা যাচ্ছে। দেশের ভেতরের পর্যটর স্পটগুলোর খবরও ও খরচের হিসেবটাও পাওয়া যাচ্ছে।

ভ্রমণে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বাসস্থান। তাই কম খরচে রুচিসম্মত থাকার ব্যবস্থার বিভিন্ন ডিসকাউন্ট অফার নিয়ে মেলায় এসেছে বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ।

তারা জানান, আমরা আমাদের হোটেলগুলোকে প্রমোট করতে চাচ্ছি। তাই গ্রাহকদের বিভিন্ন ডিসকাউন্টের ব্যবস্থা করেছি মেলায়। নতুন নতুন প্যাকেজও দিচ্ছি।

মেলা উপলক্ষে আকাশ পরিবহণে দেয়া বিভিন্ন ডিসকাউন্ট নিয়ে বিমান স্টলের পাশাপাশি মেলায় দর্শণার্থীদের আগ্রহ দেখা গেছে কক্সবাজারের এই একুরিয়ামের স্টলে।