অনলাইনে ট্রাভেল ট্যাক্স কিভাবে দিবেন?

Posted on | 2 Comments

আজ হতে অনলাইনে দেয়া যাবে ট্রাভেল ট্যাক্স। বাংলাদেশ হতে যারা স্থল অথবা জলপথে বিদেশ ভ্রমণ করেন, তাদেরকে ট্রাভেল ট্যাক্স দিতে প্রায়শই ঝক্কিঝামেলা পোহাতে হত; আকাশপথে ভ্রমণকারীদের ট্রাভেল ট্যাক্স বিমানের টিকেট করার সময়ই সংযুক্ত হয়ে থাকতো। আজ হতে জাতীয় রাজস্ব বোর্ড এই ভোগান্তি লাঘবে অনলাইনে ট্রাভেল ট্যাক্স নেয়ার কার্যক্রম শুরু করেছে। আজ ২৬ জানুয়ারি ২০২০ থেকে বেনাপোল, দর্শনা এবং ভোমরা স্থল বন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন। শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবার আওতায় আসবে। সোনালী ব্যাংক এর অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন এজন্য আপনাকে প্রথমে এই লিংকে গিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবেঃ http://sbl.com.bd:7070/nbrTravelTax/Collection/Create

যেখানে নাম, পাসপোর্ট নাম্বার, যাত্রীর ধরণ (পূর্ণবয়স্ক নাকি শিশু যাদের বয়স ০৫ থেকে ১২ বছর এর মধ্যে), পরিবহণের ধরণ, গন্তব্যস্থল, মোবাইল নাম্বার এর তথ্যসমূহ পূর্ণ করে সাবমিট করলে আরেকটি  উইন্ডোতে তথ্যগুলো পূরণ হয়ে পেমেন্ট রিকোয়েস্ট এর জন্য দেখাবে। তার সাথে এডিট অপশনও থাকছে।

সকল তথ্য সঠিক থাকলে পেমেন্ট রিকোয়েস্ট এ ক্লিক করুন। সোনালী ব্যাংক এর নিজস্ব অনলাইন পেমেন্ট একাউন্ট ট্রান্সফার অথবা কার্ড এর পাশাপাশি অন্যান্য কার্ড অপশনে আছে ভিসা, মাস্টার কার্ড, কিউক্যাশ এবং মোবাইল ব্যাংকিং অপশনে আছে বিকাশ; এগুলোর যে কোন একটি দিয়ে আপনি আপনার ট্রাভেল ট্যাক্স অনলাইনে পেমেন্ট করতে পারবেন। বর্তমানে প্রতিটি বাংলাদেশী নাগরিকদের প্রতিবার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থলপথে ৫০০টাকা এবং জলপথে ৮০০ টাকা ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে হয়ে থাকে; যা আপনি পরিবহণের ধরণ সিলেক্ট করার সাথে সাথে অটো ফিলআপ হয়ে যাবে।

উল্লেখ্য, মোবাইল ব্যাংকিং এ প্রথমে রকেট মোবাইল ব্যাংকিং সার্ভিস থাকলেও এখন তা সরিয়ে নেয়া হয়েছে, হয়ত কোন কারিগরি সমস্যার কারনে। পুনরায় তা এভেইলেবল হলে আপডেট হয়ে যাবে আশা করা যাচ্ছে।

এর আগে গতকাল ২৫শে জানুয়ারী, ২০২০ তারিখে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব, আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স আদায়ের অনলাইন এই গেটওয়ের উদ্ভোধন করেন। তিনি জানিয়েছেন যে, বিমান ভ্রমণের ক্ষেত্রেও এই সিস্টেম খুব শীঘ্রই চালু করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, সিকিউরিটি সার্ভিস বিভাগের সেক্রেটারি মোঃ শহীদুজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আতাউর রহমান এবং এনবিআর সদস্য কনন কুমার রায়।